Breaking News

কবিতা - রাজা মিয়ার রোজা

 কবিতা - রাজা মিয়ার রোজা- ২

রচনা - হামিদুল আলতাফ 

তারিখ - ১১.০৩. ২০২৪ ইং।



‌‌‌


চারিদিকে শোরগোল 

আগামী কাল রোজা,

পূণ্য লাভের সুযোগ এলো

কামাবে বোঝা বোঝা !


ঘটা করে ইফতারীর সব

মাল সামানা যত,

কিনে রাখে ছোলা, ডাল

বেগুন শশা কত ! 


খেজুর আঙ্গুর আপেল কিনে 

তরমুজ আর কমলা,

বস্তা বস্তা মুড়ি কিনে

শরবৎ আরও কলা।


সেহরিতে খেতে হবে

পুষ্টিকর খাবার,

গরু খাসি মুরগী কিনে

করছে সাবাড় ! 


সব দেখে রাজা মিয়ার

চক্ষু চড়কগাছ,

ইচ্ছে আছে কিনবে সে

ছোট পাঙ্গাশ মাছ। 


পাঙ্গাশ মাছেই পুষ্টি আছে

রাজা মিঞার জন্য,

হঠাৎ কভূ ব্রয়লার কিনে

হয়ে যাবেন ধন্য।


রাজা মিয়া কিনে ফেলেছেন 

মিষ্টি কুমড়া, ডাল,

খিচুড়ি দিয়ে ইফতার হবে

প্রথম রোজা কাল। 


প্রতিদিনই ডাল কেনার

টাকা কোথা পাবেন,

পান্তা ভাতে ইফতারীটা

বাকী দিন খাবেন।


যাদের আছে তাদের জন্য

সংযমের এই রোজা,

যাদের নাই বারোমাসই

সংযম তাদের বোঝা।


No comments