Breaking News

বন্ধু তুই খেলার সাথী তুই যে ভালো থাকার কারণ।

   বন্ধু

             ঝরা পাতা




বন্ধু তুই খেলার সাথী

তুই যে ভালো থাকার কারণ,

তুই যে আমায় শিখিয়েছিস

কান্না করা বারণ।


তুই যে আমার কষ্টের মাঝেও

এক মুঠো মিষ্টি হাসি,

তুই যে আমার মনের জোর

দুঃখ ভোলানো খোলা চিঠি।


বন্ধু তুই রাগের কারণ

তোকে ঘিরেই হাজার অভিমান,

তুই যে আমার প্রিয় বন্ধু 

তাই এসব আমার অধিকার।


তোর নামেই গুছিয়ে রেখেছি

আকাশ পরিমাণ অভিযোগ,

দোষ আমি যতোই করি

দিন শেষে সব দোষ তোর।


বন্ধু তুই আমার জীবনে

বকুল ফুলের মত,

ঝরে গেলেও গন্ধ ছড়ায়

তুই আগলে রাখিস যেমন।


সবাই তো আসে স্বার্থের জন্য

তুই দিলি নিঃস্বার্থ ভালোবাসা,

বন্ধু তুই আমার, তুই আমার 

মন খারাপে ভালো থাকা।

No comments