Breaking News

সেদিন ছিলো ভ্যালেন্টাইন্স ভালোবাসার আনন্দে।

 কবিতা - সুনয়না ফিরে এসো

রচনা - হামিদুল আলতাফ

তারিখ - ১৬.০৩.২০২৪ ইং।




সেদিন ছিলো ভ্যালেন্টাইন্স 

ভালোবাসার আনন্দে,

চারিদিকে ফুলের মেলায়

মৌ মৌ ছিলো গন্ধে।


তোমার জন্য ফুল নেবো তাই

অনেক কায়দা করে,

পঞ্চাশ টাকা জুগিয়েছিলাম

বাপের পকেট মেরে।


মায়ের বাজারে চুরি করে

একশো নিলাম ফাও,

কি জানি কি তুমি যদি

ফুসকা খেতে চাও? 


বুবু দুলাভাই দুয়ে মিলে

পাঁচশো টাকা দিলো,

তোমার জন্য গিফট কেনার

টাকাও যোগাড় হলো।


সুনয়না, তুমি এলেনা তাই

ভ্যলেন্টাইন্সটাই মাটি,

দেখলেনাগো, তোমায় কেমন

সাজাই পরিপাটি।


আবার এলো বসন্তের ফুল

আগুন ঝরা ফাগুনে,

অনেক স্বপ্ন সাজাই আমি

তোমার আসার দিনগুনে ।


সুনয়না, এলেনা তুমি

সুর তুলে তব নিক্কনে, 

তোমার রূপের আগুন জ্বেলে

রইলে বসে ফুলবনে।


আমার ভ্যালেনটাইন্স আর

ফাগুন গেলো বয়েই,

তোমায় নিয়ে স্বপ্ন আমার

রইলো স্বপ্ন হয়েই।


No comments