Breaking News

মার্চ মাস এলেই মনে পড়ে একাত্তরের কাহিনী

 কবিতা - মার্চ মাসের শপথ

রচনায়ন- হামিদুল আলতাফ 

তারিখ - ১০.০৩.২০২৪ ইং।





মার্চ মাস এলেই মনে পড়ে

একাত্তরের কাহিনী,

আমি ছিলাম এক মুক্তিযোদ্ধা 

কাদেরিয়া বাহিনী। 


মার্চ মাস এলেই মনে পড়ে

বিজয় দিনের কথা,

বাঁধভাঙ্গা উল্লাসের আড়ালে

সীমহীন অশ্রু গাঁথা।


মনে পড়ে যায় তিরিশ লক্ষ

শহীদের বুকের রক্ত,

দু'লাখ মা-বোনের সম্ভ্রমহানি

ভুলে যাওয়া খুব শক্ত।


মার্চ মাস এলেই মনে পড়ে যায়

আলবদর রাজাকার, 

তারা এখনও দাপিয়ে বেড়ায়

হতাশা বাড়ে আবার! 


লক্ষ শহীদ ডাকছে মোদের

সব সাথীকে খবর দাও,

সারা বাংলা উজাড় করে

রাজাকারের কবর দাও।


আসুন সবাই একসাথে মোরা

এই মাসে জুড়ে শপথ নেই,

মুক্তিযুদ্ধের দেশ থেকে সব

রাজাকারদের বিদায় দেই!


No comments