Breaking News

শুকনো কলা পাতা দিয়ে বাঁধিনু স্বপ্ন কুটিরের বেড়া।

 আর্তনাদ

জসীমউদ্দিন 





শুকনো কলা পাতা দিয়ে

বাঁধিনু স্বপ্ন কুটিরের বেড়া। 

কন কনে শীতের তিব্র বাসাতে

শরীরের লোম হয়ে যায় খাড়া

দেখিবার লোক নাই মোর, দেখিবার লোক নাই ।

হঠাৎ রাতে গভীর নিন্দ্রায় চমকে চমকে উঠি

দুই তিনটি কুকুরের কন্ঠে আর্তনাদের বাণী। 

হায়! বেচারা বন্ধু আমার আমার 

জীবনে মিলে যা আয়

গত তিন দিন হলো অন্ন মুখে জোটে নাই,

দেখিবার লোক নাই মোর, দেখিবার লোক নাই। 

কেউ যদি ফেলিয়া দেয় ডাস্টবিনে 

টকাইয়া টকাইয়া আনিব 

আর্তনাদের ডাক ডাকিস না হে আমার বন্ধু।

আজ কয়েক দিন জ্বরে কাঁপিছে শরীর 

না হলে টকাইতে যাইতাম কুড়িল।

যা পাইতাম তারে দিয়ে চলে একবেলা 

আজ তিনটি দিন ধরে অনাহারে নয়টি বেলা।

দেখিবার লোক নাই মোর, দেখিবার লোক নাই। 





No comments