Breaking News

কবিতার ব্যাকরন জানিনা জানিনা, যাই দেখি তাই লিখি রীতিটা মানিনা।

 দৈনিক কবিতা প্রতিযোগিতা 

কবিতার নাম - খাপছাড়া কবিতা

রচনায় - হামিদুল আলতাফ।

তারিখ - ০৮.০৩.২০২৪ ইং।

**************************





কবিতার ব্যাকরন জানিনা জানিনা,

যাই দেখি তাই লিখি রীতিটা মানিনা।

কবিতা আকাশে থাকে চাঁদ ও তারায়,

রীতিনীতি ছাড়া তাই খেইটা হারায়।

ফুল পাখী গাছপালা কবিতার প্রাণ,

সাগর পাহাড় নদী প্রকৃতির দান।

মোর কবিতায় আছে দিগ্বালিকারা,

সুনয়না সুকেশী নারী সুতনু যাহারা।

সুনয়না নাম তার কবিতার রাণী,

তার মাঝে পাই আমি কবিতার খনি।


মহান রবিঠাকুর বিশ্বসেরা কবি,

লিখেছেন সবকিছু দুনিয়ার ছবি।

নজরুলটা বিদ্রোহী কবি মানবিক 

অগ্নিঝরা লেখা তার জ্বলে ধিকিধিক্। 

মধুদাদা এনেছেন চতুষ্পদি ছন্দ,

তাই নিয়ে কত কথা কত দ্বিধাদ্বন্দ ! 

জীবনানন্দ ছিলেন খুব বড় কবি,

নির্মলেন্দু সুকান্তরা তার প্রতিচ্ছবি।

কবিতার ব্যাকরন কত কিবা বুঝি? 

গন্ডমুর্খ বৃথা আমি কাব্যছন্দ খুঁজি।

-----------------------------------------------

No comments