Breaking News

তুমি আছো বলে আমি বাঁচতে শিখেছি।

 


 তুমি আছো বলে আমি বাঁচতে শিখেছি 

জীবনের নতুনত্ব দেখেছি , 

আমার বিশ্বাস তুমি থাকলে আমি হারাবো না 

সত্যি আমি হারাতে চাই না।

হায়! হায়! কী ভাবতেছি 

আমাকে হারাতেই দিবে না 

নিস্তব্ধ আমি, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি

না আছে কোন বাহানা,না আছে কোন পাওনা 

একটু ভালোবাসা ছাড়া তেমন কিছু চাওয়া তোমার থাকে না। 

তুমি নিশ্বার্থ বটে, তুমি আমার চোখ মুখ কান খুলে দিয়েছো। 

শুন হে, শুন 

আমি এখন শুনতে পাই, দেখতে পাই, ভালোবাসা কী? অনুভব করতে পাই। 

বিশ্বাস হয় না, চিমটি কেটে দেখো। 


কবি

জসিম উদ্দিন। 

বিগত সালের নিবন্ধন পরিক্ষার সমাধান। 




No comments