তোমাকে কিভাবে ভুলে যাবো
তোমাকে কিভাবে ভুলে যাবো
ভুলতে গেলে যে ভুলে যেতে হয় অনেক কিছু
ধবধবে সাদা বেলি ফুলে গাঁথা মালা
নকশা আঁকা রুমালে বলে দেওয়া তোমার সে কথা
"কোন দিন আমাকে ভুলে যেওনা"
ক্ষমা করো প্রিয়
তোমার কথায় থেকে গেল
ভুলতে চেয়েও ভুলতে পারছি না আজো
তোমাকে আজও খুঁজি
আমার চেনা পথে, স্মৃতির রূপালী মাঠে
কষ্ট কখনো বাড়েছে, কখনো কমছে
তোমারও কি আমার কথা মনে পড়ছে ?
স্মৃতিময় কষ্টের এলোমেলো কথাগুলো
সাজিগুজিয়ে সারিসারি সাজাতে পারলেই
কবিতা হয়ে যায়
তুমি তো আমার লেখা সব কবিতা
তুমি তো আমার জমানো সব কষ্ট
তুমি তো আমার যৌবনের সব স্মৃতি
তুমি তো আমার পোয়াতি খেলার মাঠ
ক্ষমা করো প্রিয়
মিরাজ মাহমুদ
No comments