মেঘ ভেঙে আজ বৃষ্টি নামুক শ্রাবণ ধারায় ভিজুক চোখ,
গোপন মিনতি
মেঘ ভেঙে আজ বৃষ্টি নামুক
শ্রাবণ ধারায় ভিজুক চোখ,
শহর জুড়ে বৃষ্টি ফোঁটায়
তোমার আমার গল্প হোক।
ফেরারী হাওয়া নিয়ে যাক বয়ে
এই হৃদয়ের দীর্ঘশ্বাস,
প্রথম দেখার সেই ভালোলাগা
আছড়ে পড়া জলোচ্ছ্বাস।
যতবার আমি ডুবেছি ওচোখে
মরেছি যে তত বার,
আমার আমিতো নেই আর আমি
হয়েছি পুরোটা তার।
আজও যেই কথা পারিনি বলতে
অশনিতে হোক উন্মোচন,
ঐ চোখ যেন বোঝে সেই ভাষা
দেয় যদি দিক নির্বাসন।
তবু এ মনের গোপন মিনতি
বাতাসে ছড়াক দিগ্বিদিক,
এই হৃদয়ের জমা ব্যাকুলতা
বিজ্ঞাত হোক আকস্মিক।
সংশয় আজ ভেঙে চুরে যাক
বরফের মত গলুক মন,
বহু কাল ধরে চেপে রাখা এই
রহস্যের হোক উদঘাটন।
পারো যদি করে অনুভব মোরে
চিনে নিও এই ছদ্মবেশ,
চাও যদি প্রিয় কাছে ডেকে নিও
নয় দিয়ে দিও দণ্ডাদেশ।
------------মৌন
No comments