Breaking News

এসএসসির ফলাফল প্রকাশ কীভাবে রেজাল্ট দেখবেন??




এসএসসির ফলাফল আজকে প্রকাশিত হবে, 


চলুন জেনে আসি রেজাল্ট কীভাবে জানবেন।


রেজাল্ট প্রকাশিত হবে ১২ মে বেলা ১১ ঘটিকায়। 

রেজাল্ট যানা যাবে দুই মাধ্যমে। 

১)নিজের প্রতিষ্ঠান থেকে 

২)অনলাইন /এসএমএস এর মাধ্যমে। 

সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হাস্তান্তর করা হবে। ১২ টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রেজাল্ট এর বিস্তারিত জানাবেন। 

এক সুত্রে জানা যায় দুপুর ১২ টার পর পরিক্ষার ফল নিয়ে প্রেস ব্রিফিং করা হবে।


S.S.C রেজাল্ট জানবেন কীভাবে? 


নিজের প্রতিষ্ঠান থেকে নিদিষ্ট সময় পর জানতে পারবেন।


অনলাইন /এসএমএস এর মাধ্যমে কীভাবে জানবেন? 


অনলাইনঃ


www.educationboardresults.gov.bd 

প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। 


এসএমএসঃ

রেজাল্ট পাবলিশ হাওয়ার পর এসএমএস এর মাধ্যমে রেজাল্ট যানবেন যেভাবে। 

আগে এসএমএস অপশন এ গিয়ে টাইপ করতে হবে SSS, স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ টি অক্ষর লিখতে হবে স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

যেমনঃ SSS DHA 123480 send to 16222

কিছু সময় পরে আপনার ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার রেজাল্ট। 





No comments