Breaking News

স্বাধীনতা সেতো নয়গো কোন ছেলের হাতের মোয়া,

কবিতা - স্বাধীনতা আমার স্বাধীনতা

রচনায় - হামিদুল আলতাফ

তারিখ - পূন:প্রচার ২৬.০৩.২০২৪ ইং।




স্বাধীনতা সেতো নয়গো কোন

ছেলের হাতের মোয়া,

স্বাধীনতা পেতে তিরিশ লক্ষ

প্রান গিয়েছে খোয়া।


বিজয় দিবস নয়তো শুধু 

বিজয়ানন্দে ফুর্তি, 

বিজয় সেতো অনেক দামী 

লাখো শহীদের কীর্তি। 


আজকের দিনে আমরা যারা

দেশটাকে নিয়ে খেলি,

তারা কি সব ভুলে গিয়েছি

একাত্তরের স্মৃতিগুলি ! 


দু'লাখ মা বোন সম্ভ্রম দিয়ে

এনেছে বাংলাদেশ,

এখনো আমরা তাদের নিয়ে

করছি যা খুশী বেশ! 


অগ্রগমনের দেশটাকে মোরা

লুটেপুটে করি শুন্য,

মানুষতো নই আমরা যেন

হিংস্র পশু বন্য।


আসিবে সেদিন নব প্রজন্ম

হিসাব চাইবে যেদিন,

কড়ায় গন্ডায় পাপের হিসাব

দিতেই হবে সেদিন।


তাই বলি আজ ছাড়ো হেন কাজ

দেশের জন্য যা ক্ষতি,

নইলে প্রকৃতি বুঝিয়ে দেবেই

প্রতিশোধের দূর্গতি।

No comments