Breaking News

সূর্য আছে পৃথিবীর বহু-বহু গুণ দূরে, সেই তাপেই মোদের দেহ পুড়ে।

 আরশের ছায়া 

নুরউদ্দিন হামিদ 



সূর্য আছে পৃথিবীর বহু-বহু গুণ দূরে, 

সেই তাপেই মোদের দেহ পুড়ে।

যেদিন কায়েম হবে হাশরের মাঠ,

মানুষজন এক সাথে হবে জমাট। 

সেদিন হবে আমলের হিসাব নিকাশ, 

দুনিয়ার বুকে কিভাবে করেছ বসবাস। 

কেউ কাউকে চিনবে না সে কঠিন দিনে, 

রেহাই পাবে না কেউ নেক আমল বিনে।

সূর্যের তাপে করবে মানুষ হাহাকার, 

বলবে মাফ করো হে প্রভূ গাফফার। 

আমি যে প্রভু বড়োই গোনাহগার, 

আমি আশা করি করুণা তোমার!

সেদিন থাকবে শুধু আরশের ছায়া,

থাকবে তারাই যাদেরকে রব করবে মায়া।

সাত শ্রেণির লোক হবে আরশের ছায়া যুক্ত, 

মোদের করো হে রহমান তাদের অন্তর্ভুক্ত!

সেই বাদশা থাকবে আরশের ছায়া তরে,

যে প্রজাদের উপর জুলুম নাহি করে। 

সে যুবকও হবে আরশের ছায়ার অন্তর্ভুক্ত, 

যে তার যৌবন ইবাদাতে করে অতিবাহিত। 

No comments