Breaking News

গন্তব্যহীন পথিক কলমে জসীম উদ্দীন।



 গন্তব্যহীন পথিকের পুরো পথ একাকি চলতে হয়।মাঝ পথের যত বাধা বিপত্তি একাকি সামলে নিতে হয়।একাকি সিদ্ধান্ত নিতে গিয়ে সফলতার বিপরীত কিছু ঘটে যাওয়া স্বাভাবিক। পাল ছাড়া নৌকায় সাগর পথে কিনারা থেকে ১০ কি.মি দূরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গেছেন।হাতে থাকা শেষ সম্বল বৈঠা পানিতে পড়ে গেছে। সিদ্ধান্ত একাকি নিতে হবে কী করলে কিনারায় পৌঁছাতে পারবেন।হয়তো উত্তাল ঢেউয়ের বিপরীতে সাঁতার সহজ হবে না।

তাহলে কী করবেন?পাল ছাড়া নৌকায় চুপ করে বসে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবেন। এই অবস্থায় নিজের অবস্থানকে অনেক কঠিন মনে হচ্ছে। আপনার কাছে পথ আছে দুইটি 

 দুই দিকে বিপদ। জীবন আপনার তাই সিদ্ধান্ত আপনার। হয়তো আপনি ফিরে এসেছেন আর না হয়তো আপনি আর আমাদের মাঝে নেই। ফিরে আসলে সাহসিকতার গল্প শুনতাম। পরিস্থিতি যাই হোক মোকাবেলা আপনাকে করতে হবে। যে পথের পথিক আপনি ছাড়া আর কেউ নেই। 

আপনার হাতে সময় অনেক কম। এতো কম সময়ে  সিদ্ধান্তহীনতায় ভুগছেন যা করার করেন। 

সেঁওলা পড়েছে পুকুর পাড়ে। পা পিছলে পড়ে যাবেন  তা না হয় পড়েই গেলেন কিন্তু সাঁতার তো জানেন না। এখন সিদ্ধান্ত আপনার আপনি পুকুরে গোসল করবেন না কী? গোসল করবেন না। 

আপনি যে পথের পথিক সেই পথে গোসল করার জন্য আপনার কাছে অপশন শুধু পুকুর ছাড়া কিছু নেই।এখন কী করবেন চিন্তা আপনার। আগে সাঁতার শিখবেন না গোসল করতে পুকুর পাড়ে যাবেন।

জীবন আপনার তাই সিদ্ধান্ত আপনার। 

জীবনের অধ্যায় অনেক ছোট বেঁচে থাকতে হলে অনেক বিপদের সম্মুখীন হবেন। সঠিক সময়ে উপস্থিত বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। 



No comments