লেখাপড়া শিখে আমরা হয়ে গেছি খুব বোকা
কবিতা - আমি একাই বোকা
রচনায় - হামিদুল আলতাফ
লেখাপড়া শিখে আমরা
হয়ে গেছি খুব বোকা,
তাইতো ওরা সুযোগ পেলেই
দিচ্ছে মোদের ধোকা।
লেখা পড়া শেষ করেছি
চাকুরী একটা চাই,
যেখানে যাই সবাই বলে
চাকরী খালি নাই।
দালাল ভাইয়ে খবর আনে
চাকরী একটা আছে,
দশলাখ টাকা যোগাড় কর
যদি যাও তার কাছে।
জমি বেচে দশ লাখ টাকা
জোগাড় করে নিয়ে,
দালালকে সব দিয়ে এলাম
তার বাড়ীতে গিয়ে।
হবে হবে করে দালাল
ঘুরালো ছয় মাস,
একদিন খবর এলো
দালাল পরবাস।
আমার টাকায় বিদেশ গেছে
উড়োজাহাজে চড়ে,
আমি এখন ছাত্র পড়াই
বাসায় বাসায় ঘুরে।
------------------------------
No comments