Breaking News

কে খাবি আয় পৌষ পিঠে, হরেক পিঠা বানাই ঘরে।

 #কবিতা: পৌষ পিঠে



কে খাবি আয় পৌষ পিঠে,

হরেক পিঠা বানাই ঘরে।

পাটিসাপটা খেতে মজা,

জিভ দিয়ে জল ঝরে! 


রইলো সবার আমন্ত্রণ,

ঘরে ঘরে পৌষপার্বণ।

পুলিপিঠা বড্ড মিঠা,

কদর করেন গুণীজন।


গোকুল পিঠে খাবে বন্ধু?

খেতে বেশ জানি।

নতুন চালে নতুন পিঠে,

নইগো কিপটে আমি।


ভাজা পিঠা খেতে মজা,

সরু চাকলি খাবে?

মালপোয়াটা রসে ভরা,

নিয়েও যেতে পারবে।


গুড়ের পিঠে মিষ্টি বেশ,

বানাই তবে কাকু?

দুধ পুলিটা ডুবছে দুধে,

পিঠের প্রেমে হাবুডুবু।


নকশী পিঠে খাবেন দিদি?

হরেক নকশা আঁকা।

ভাপা পিঠেও খেতে পারেন,

তাইতো খেতে ডাকা।


ঝুরি পিঠে খাবে বোন?

রস পিঠেও আছে।

নলেন গুড়ের হরেক পিঠে,

পাতা পিঠাও আছে।


ছাঁচ পিঠা, চিতই পিঠা,

হাঁড়ি পিঠেও তৈরি।

খাবে নাকি ভাই আমার,

নইকো তোমার বৈরী।


হরেক পিঠের পসার সাজাই,

আপন ঘরে এসো।

খেতে দেবো পিঠে-পুলি,

আসন পেতে বসো।

No comments